নারী ব্রিটিশ ওপেন জিতে নিলেন ২০ বছর বয়সী জাপানি খেলোয়াড় শিবুনো
জাপানের লড়াকু গলফার হিনাকো শিবুনো নির্দিষ্ট সীমার চাইতে ১৮ টি শট কম খেলে নারী বিভাগে ব্রিটিশ ওপেন জিতে নিয়েছেন। ২০ বছর বয়সী শিবুনো গলফে এমন সম্মানজনক পদক জিতে নেয়া দ্বিতীয় জাপানি এবং ৪২ বছরের মধ্যে প্রথম।
এটি ছিল তার প্রথম বিদেশী প্রতিযোগীতায় অংশগ্রহণ। তিনি এই মৌসুমে দেশে দুটি ট্যুর প্রতিযোগিতাও জিতে নিয়েছেন।
চূড়ান্ত রাউন্ডে যাওয়ার সময় তিনি রোববার পারের চেয়ে ১৪ শট কম খেলেছেন এবং রানার আপের চেয়ে দুই শট এগিয়ে থেকে শীর্ষে ছিলেন।
সামনের নয়টি হোলের ক্ষেত্রে তিনি তৃতীয় স্থানে চলে গেলেও দশম, বারতম, তেরতম এবং পনেরতম হোলের ক্ষেত্রে এগিয়ে থাকা লিজেটে সালাসের সাথে একই অবস্থানে থাকেন। সালাসকে হারাতে শিবুনো পুনরায় এক শটে আঠারতম হোলে বল ফেলেন।
এ ধরণের কৃতিত্ব দেখানো একমাত্র জাপানি গলফার ছিলেন হিসাকো হিগুচি, যিনি ১৯৭৭ সালে ইউএস এলপিজিএ চ্যাম্পিয়নশীপ জিতেন।
জেতার পর শিবুনো বলেন তার অনুভূতি তিনি ভাষায় প্রকাশ করতে পারছেননা। তিনি বলেন তার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রচুর প্রতিবন্ধকতা রয়েছে।
শিবুনো বলেন তার মনে হয়েছিল যে তিনি যেন জাপানেই খেলছেন কারণ তিনি শুনতে পেয়েছিলেন কেউ জাপানি ভাষায় কথা বলছিল। তিনি বলেন প্রথমার্ধে তিনি কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন কিন্তু নয় হোল পার করাসহ আঠারোতম হোলে বল ফেলে তিনি কিছুটা নিশ্চিন্ত হন। শিবুনো বলেন এই এক বলেই তিনি জয়ের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন।