জাপানে তাপদাহে ৭ জনের মৃত্যু
জাপানে প্রচণ্ড তাপদাহে ৫টি জেলায় মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে ন্যূনতম ৭ জনে।
মৃত ব্যক্তিদের মধ্যে ৩ জন উত্তরের জেলা হোক্কাইদো’র। এই জেলাটিতে দেশের অন্যান্য অংশের চেয়ে সাধারণত শীতল আবহাওয়া বিরাজ করে।
এই ৩ জনের মধ্যে ৬০-এর কোঠার এক পুরুষকে মিকাসা শহরে মধ্যরাতের পর পরই তার বিছানায় অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে তাকে তাপদাহে মৃত বলে হাসপাতাল কর্তৃপক্ষ ঘোষণা করে।
নোবোরিবেৎসু শহরের ৬০-এর কোঠার এক নারীকে খুব সকালের দিকে পরিবারের অন্য এক সদস্য টয়লেটে অজ্ঞান অবস্থায় খুঁজে পান। যে ডাক্তার তার মৃত্যু নিশ্চিত করেন তিনি জানান, তার শরীরের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। তাদের ধারণা তিনি তাপদাহে মৃত্যুবরণ করেন।
বিহোরো শহরে, ৮০-এর কোঠার এক নারীকে তার বাড়িতে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে তাপদাহে তার মৃত্যু হয় বলে সন্দেহ করছেন এখানকার ডাক্তাররা।
মধ্য জাপানের তোইয়ামা জেলায়, ১১ মাসের একটি মেয়ে শিশুকে পার্ক করে রাখা একটি গাড়ির মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ তাপদাহে শিশুটির মৃত্যু হয় বলে সন্দেহ করছে।