শেষ বেলায় টোকিও শেয়ার বাজারে সীমিত মূল্য বৃদ্ধির প্রবণতা

আজ দিনের শুরুতে টোকিও শেয়ার বাজারে দরপতন ঘটলেও শেষ পর্যন্ত দর কিছুটা বৃদ্ধি পেয়ে লেনদেন শেষ হয়।

২শ ২৫টি নির্বাচিত শেয়ারের নিক্কেই গড় সূচক গতকালের শেষ বেলার মূল্য থেকে ১৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২১ হাজার ৫শ ৪০ পয়েন্টে দিন শেষ করে।

বাজারের ক্রীড়নকরা বলছে, বাজার খোলার অব্যবহিত পরে ঐ সূচক ২শ পয়েন্টেরও বেশি নেমে গেলেও ইয়েনের অবস্থান দুর্বল হওয়ার মাঝে বিনিয়োগকারীরা পুনরায় শেয়ার কেন নেন।

তাদের ভাষ্যানুযায়ী, দশ বছরের মধ্যে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হারের প্রথম হ্রাস মার্কিন অর্থনীতি এবং আর্থিক নীতিতে কি প্রভাব রাখে, তার উপর লক্ষ্য রেখে অনেক বিনিয়োগকারীই আজ বাজারে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক বা দ্বিধান্বিত অবস্থানে ছিল।