জাপানে গত এক সপ্তাহে ৫ হাজারেরও বেশি লোক তাপদাহে আক্রান্ত
জাপান জুড়ে প্রচণ্ড উষ্ণ আবহাওয়ার কারণে রবিবার পর্যন্ত এক সপ্তাহে সারা দেশ থেকে ৫ হাজার ৬০০ জনেরও বেশি লোককে তাপদাহে আক্রান্ত হওয়ার দরুন হাসপাতালে নিয়ে যাওয়া হয় যা এর আগের এক সপ্তাহ থেকে প্রায় তিন গুণ বেশি।
অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি জানায়, ৫ হাজার ৬৬৪ জন রোগীর মধ্যে ২ হাজার ৯৭৮ জনের বয়স ৬৫ বা তার চেয়ে বেশি এবং ১১ জন নিহত হন।
কর্মকর্তারা বলছেন, ১ হাজার ৯৯৩ জন রোগী বাড়িতে এবং ৯৫৭ জন রাস্তায় অসুস্থ হয়ে পড়েন।
গত সপ্তাহে জাপানের অনেক অংশে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায়।
আবহাওয়া কর্মকর্তারা সতর্ক করছেন যে, তাপ তরঙ্গ আগামী এক সপ্তাহ বা তার থেকেও বেশি দিন দীর্ঘস্থায়ী হতে পারে। কর্মকর্তারা তাপদাহের বিরুদ্ধে পূর্ব সতর্কতামূলক প্রস্তুতি গ্রহণের জন্য লোকজনের প্রতি আহ্বান জানাচ্ছেন।