হাকাতা ও বুসানের মধ্যে চলবে নতুন উচ্চ গতিসম্পন্ন ফেরি

সোমবার জেআর কিউশু গ্রুপ ঘোষণা দেয় যে ‘কুইন বিটল’ নামের ফেরিটি আগামী বছরের ১৫ই জুলাই থেকে পরিসেবা কার্যক্রম শুরু করবে।

নৌযানটির মোট ধারণক্ষমতা পাঁচশো ২ জন যাত্রী, যা বর্তমানে ব্যবহৃত বিটল ফেরির তুলনায় ২.৬ গুণ বেশি। ফেরিটিতে একটি বিজনেস ক্লাস অঞ্চল, শুল্কমুক্ত দোকান এবং ক্যান্টিন রয়েছে।

এছাড়াও, হুইল চেয়ার ব্যবহারকারীদের জন্য ঢালু পথ ও লিফট, শিশুদের জন্য একটি কক্ষ এবং ব্রেস্ট ফিডিংয়ে জন্য নির্দিষ্ট স্থানসহ অন্যান্য সুযোগসুবিধা রয়েছে।

ঐতিহাসিক এবং বাণিজ্য সংশ্লিষ্ট বিষয়ের কারণে জাপান ও দক্ষিণ কোরিয়ার সম্পর্কের মধ্যে এখন টানাপড়েন চলছে। জেআর কিউশু গ্রুপের প্রেসিডেন্ট তোশিহিকো আওইয়াগি সাংবাদিকদের বলেন, নতুন এই ফেরি দুই দেশের মধ্যে তৃণমূল পর্যায়ে আদান-প্রদান বৃদ্ধিতে সহায়তা করবে বলে তিনি প্রত্যাশা করছেন।