জাপানের ফুকুশিমায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত শেষ বন্দরটি আবার চালু
উত্তর জাপানের ফুকুশিমা জেলার ২০১১ সালের দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০টি মৎস্য বন্দরের মধ্যে শেষটি বর্তমানে আবার চালু করা হয়েছে।
পুনরুদ্ধার কর্মকাণ্ড শেষ হয়ে যাওয়ার পরে ৮ বছর ৪ মাসের মধ্যে প্রথম শুক্রবার তোমিকা বন্দর আবার চালু করা হয়।
২০১১ সালের ১১ই মার্চের শক্তিশালী ভূমিকম্পের পরে ২০ মিটারেরও বেশি উঁচু এক ৎসুনামিতে বন্দরটি ধ্বংসপ্রাপ্ত হয় এবং এখানে নোঙ্গর করা অধিকাংশ নৌকা ভেসে যায়। কাছের ফুকুশিমা দাইইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনা সম্বন্ধে নিশ্চিত হওয়ার পরে এলাকাটি একটি প্রবেশ নিষেধ স্থান হিসেবেও চিহ্নিত হয়।
২ বছর আগে প্রবেশ নিষেধ এলাকার আদেশ তুলে নেয়ার পরে এই বন্দরের পুনরুদ্ধার কাজ শুরু হয়।
শুক্রবারের এক অনুষ্ঠানে, দুর্ঘটনার পরে পাশের সব বন্দরে চলে যাওয়া ৫টি মাছ ধরার নৌকা তাদের পতাকা উড়িয়ে এই বন্দরে ফিরে আসে। এই পতাকা প্রচুর মাছ ধরা পড়ার প্রতীক।
দুর্যোগের আগে, এই বন্দরে প্রচুর পরিমাণে স্থানীয় বৈশিষ্ট্যপূর্ণ ফ্ল্যাটটফিশের পাশাপাশি স্যামন ও জাপানি সুজুকি মাছ ধরা পড়তো।