জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরীয় আইনপ্রনেতাদের বৈঠক

গতকাল জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার আইনপ্রনেতারা ওয়াশিংটনে এক বার্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। জাপান এবং দক্ষিণ কোরীয় রাজনীতিবিদরা, উভয় দেশের মধ্যকার উত্তেজনা প্রশমনের লক্ষ্যে তাদের সরকারদের প্রতি আহ্বান জানানোর জন্য কাজ করতে মতৈক্যে পৌঁছান।

১৭ জন আইনপ্রনেতা এবং অন্যান্যরা, প্রায় ৩ ঘণ্টা ব্যাপী বৈঠকে অংশ গ্রহণ করেন। যুদ্ধ কালীন শ্রম সমস্যা এবং জাপানের রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার ক্রম বর্ধমান উত্তেজনা আলোচ্য সূচীর প্রধান বিষয় ছিল।

দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদল জানায়, দক্ষিণ কোরিয়ার বাজারে রপ্তানির জন্য জাপানের আরও কঠোর পরীক্ষা নিরীক্ষা, যুদ্ধ কালীন শ্রম সমস্যা সম্পর্কিত বিরোধের প্রতিশোধমূলক পদক্ষেপ হতে পারে বলে জানা গেছে।

জবাবে জাপানী প্রতিনিধিদল বলে যে, এই ব্যবস্থা শ্রম সমস্যার সাথে সম্পর্কিত নয়। তাঁরা বলেন যে, নিরাপত্তা সম্পর্কিত সম্পদসহ সেমিকন্ডাক্টরের জন্য ব্যবহৃত বস্তুর উপর নিয়ন্ত্রণ গত কয়েক বছর ব্যাপী গুরুতর সমস্যা হিসাবে বিদ্যমান ছিল।

মার্কিন আইনপ্রনেতারা, মুক্ত বিশ্বের সম্মুখীন সমস্যাদি সমাধানের জন্য ত্রি পক্ষীয় সহযোগিতাকে জোরদার করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন বলে জানা গেছে।

জাপান এবং দক্ষিণ কোরিয়ার আইনপ্রনেতারা, উভয় দেশের সংসদ দ্বিপক্ষীয় উত্তেজনা প্রশমনের জন্য কি করতে পারে তা’ বিবেচনা করে দেখতে একমত হন।