বিশ্ব জুড়ে ১০ হাজারের বেশি কর্মী ছাটাই করবে নিসান

শিল্প সূত্র সমূহ বলছে জাপানের নিসান মোটর আগামী কয়েক বছরে বিশ্বব্যাপী ১০ হাজারের বেশি কর্মীকে ছাটাই করবে। হ্রাসের এই সংখ্যা হচ্ছে মে মাসে প্রচারিত ঘোষণার প্রায় দ্বিগুণ এবং এর অনেকগুলোই হবে বিদেশে কোম্পানির পরিচালিত কর্মকাণ্ডে।

যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অন্যান্য প্রধান বাজারে বিক্রি মন্থর হয়ে আসার পূর্বাভাসের মুখে মোটরগাড়ি নির্মাতা কর্মী ছাটাই করছে। কোম্পানির ২০১৮ অর্থ বছরের পরিচালনা মুনাফা পূর্ববর্তী বছরের চাইতে প্রায় চল্লিশ শতাংশ হ্রাস পায়।

বিভিন্ন সূত্র বলছে নিসান এছাড়াও বিদেশের কারখানায় উৎপাদন দক্ষতা উন্নত করে নেয়া পর্যালোচনা করে দেখার পরিকল্পনা করছে। বিক্রি মন্থর হয়ে আসার বাইরে নিসানকে এখনও সাবেক চেয়ারম্যান কার্লোস গনের গ্রেফতারকে কেন্দ্র করে সুনাম-হানির সমস্যার মোকাবেলা করতে হচ্ছে। সেই কেলেঙ্কারির ফলে বাণিজ্যিক প্রতিষ্ঠানের পরিচালনা ব্যবস্থা নতুন করে তৈরি করে নেয়া মোটরগাড়ি নির্মাতার জন্য প্রয়োজনীয় হয়ে দেখা দেয়।