আজ থেকে শুরু হচ্ছে টোকিও অলিম্পিকের বর্ষ গণনা

আজ হচ্ছে নির্ধারিত সময়সূচী অনুযায়ী প্রস্তুতি এগিয়ে যেতে থাকা ২০২০ সালের টোকিও অলিম্পিক শুরু হওয়ার আগের ঠিক এক বছর।

আগামী বছর ২৪ শে জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত সময়ে জাপান ১৯৬৪ সালের পর দেশে আয়োজিত প্রথম গ্রীষ্মকালীন অলিম্পিকে সারা বিশ্বের লোকজনকে স্বাগত জানাবে। সতেরো দিন ধরে চলা প্রতিযোগিতায় হাজারও ক্রীড়াবিদরা ৩৩টি ভিন্ন ধরণের খেলাধুলার রেকর্ড সর্বোচ্চ ৩৩৯টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জাপানের অলিম্পিক দলের সদস্যদের বাছাই করে নেয়ার প্রক্রিয়া এই গ্রীষ্মে পুরোদমে চলতে থাকবে।

বর্তমানে দক্ষিণ কোরিয়ায় চলমান বিশ্ব সাতার চ্যাম্পিয়নশিপে প্রবীণ সাঁতারু কেন তেরাউচি সহ চারজন জাপানি ক্রীড়াবিদ টোকিও গেমসের জন্য মনোনীত হয়েছেন। তেরাউচির জন্য এটা হবে ষষ্ঠ অলিম্পিক।

আগামী মাসে সেইলিং ও স্পোর্টস ক্লাইম্বিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। অন্য জাপানি প্রতিযোগীদের চাইতে ভাল ফলাফল যারা করবেন এবং অন্যান্য কিছু শর্ত পূরণ করতে পারবেন, অলিম্পিকে অংশ নেয়ার যোগ্যতা তারা নিশ্চিতভাবে অর্জন করবেন।

অলিম্পিক দলের পুরুষ ও মহিলা বিভাগে একজন করে সদস্য ঠিক করে নেয়ার ম্যারাথন গ্র্যান্ড চ্যাম্পিয়নশিপ সেপ্টেম্বর মাসের ১৫ তারিখে অনুষ্ঠিত হবে।

ক্রীড়াবিদদের জন্য অলিম্পিক ভিলেজ এবং ৪২টি ভেনুর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে। ভেনুগুলো তৈরি হয়ে যাওয়ার পর মসৃণভাবে প্রতিযোগিতার আয়োজন কিংবা দর্শকদের পথ প্রদর্শনকে প্রভাবিত করা কোন সমস্যা দেখা দেয় কিনা, তা পরীক্ষা করে দেখার জন্য পরীক্ষামূলক প্রতিযোগিতা সেখানে অনুষ্ঠিত হবে।