ভূমিধ্বস সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাপানের আবহাওয়া এজেন্সি
জাপানের আবহাওয়া এজেন্সি নাগাসাকি জেলায় জারি করা বৃষ্টিপাতের সর্বোচ্চ সতর্কতা তুলে নিয়েছে। তবে ভূমিধ্বস ও অন্যান্য বিপর্যয় নিয়ে সর্বোচ্চ পর্যায়ে সতর্ক থাকার আহ্বান এলাকাবাসীদের প্রতি জানানো হয়।
আজ সকালে এজেন্সি ৫ মাত্রার জরুরি সতর্কতা জারী করেছিল। ৎসুশিমা ও গোতো শহর এবং শিন-কামিগোতো ও ওজিকা টাউন ও সেই সাথে সাইকাই এবং সাসেবো শহরের কিছু অংশের জন্য সেটা প্রযোজ্য ছিল।
মৌসুমি ঝড় দানাস কিউশু জুড়ে অনেক এলাকায় মুষল ধারার বর্ষণ নিয়ে আসে।
আবহাওয়া এজেন্সির কর্মকর্তারা বলছেন পশ্চিম জাপান জুড়ে উষ্ণ, আর্দ্র বায়ু বইতে থাকায় অঞ্চলের আবহাওয়া পরিস্থিতির অস্থিতিশীলতা আগামীকাল পর্যন্ত বজায় থাকবে। তাঁরা বলছেন স্থানীয়ভাবে বৃষ্টিপাতের পরিমাণ ঘণ্টায় ৫০ মিলিমিটার ছাড়িয়ে যাওয়া সহ বজ্রপাত পশ্চিম জাপানে আঘাত হানতে পারে।