জাপানের সামগ্রীর উপর নির্ভরশীলতা হ্রাস করবে দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়া উচ্চ প্রযুক্তির কিছু পণ্যের জন্য জাপানের উপর নির্ভরশীলতা কমিয়ে আনার উপায় খুঁজে দেখছে। দেশটির অর্থ ও অর্থনীতি বিষয়ক মন্ত্রী হং নাম-গি বলেছেন, সরকার শিগগিরই জাপানের রপ্তানি হ্রাস মোকাবেলার বিস্তারিত পদক্ষেপ ঘোষণা করবে।
সেমিকন্ডাক্টর ও অন্যান্য পণ্যের জন্য প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ নিয়ন্ত্রণ করায় জাপানের সমালোচনা তিনি করেন। চলতি মাসের ৪ তারিখ থেকে সেই রপ্তানি নিয়ন্ত্রণ কার্যকর হয়।
হং বলেছেন, “সুনির্দিষ্ট একটি দেশের উপর চাপিয়ে দেয়া অন্যায় বাণিজ্য নিয়ন্ত্রণ হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যিক নিয়মাবলীর বিবেচনায় গভীর উদ্বেগের একটি বিষয়।” দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যেকার দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতার ক্ষতি সেটা করতে পারে বলে তিনি উল্লেখ করেন।
হং বলেছেন দক্ষিণ কোরিয়া বিষয়টি বিশ্ব বাণিজ্য সংগঠনে উত্থাপন করবে এবং বিশ্ব সম্প্রদায়ের বোধগম্যতা প্রত্যাশা করবে।
তিনি আরও উল্লেখ করেন যে জাপানের দমনমূলক পদক্ষেপে ক্ষতি হওয়া ব্যবসাকে সহায়তা করার উপায় যুক্ত করে নেয়ার জন্য তাঁর সরকার বাজেট ঠিক করে নিতে সংসদের সাথে কাজ করবে।