ফুকুওকার নামিয়ে শহরে সুপারমার্কেটের উদ্বোধন
২০১১ সালের পরমাণু দুর্যোগে বিধ্বস্ত ফুকুশিমা জেলার নামিয়ে শহরে একটি সুপারমার্কেটের উদ্বোধন করা হয়েছে। এটা হচ্ছে দুর্ঘটনার পর থেকে শহরে কাজ শুরু করা প্রথম সুপারমার্কেট। দু’বছর আগে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ আংশিকভাবে তুলে নেয়া হয়েছিল।
জাপানের প্রধান একটি সুপারমার্কেট চেইন ইওন আজ নামিয়ে শহরে নতুন এই শাখা চালু করলে প্রচুর ক্রেতার সমাবেশ সেখানে হয়।
শহরের জনসংখ্যা এখন হচ্ছে এক হাজারের বেশি। এই সংখ্যা দুর্যোগের আগের জনসংখ্যার প্রায় পাঁচ শতাংশ।
দুর্যোগের ফলে অন্যত্র সরে যেতে বাধ্য হওয়া উৎপাদকদের তৈরি জাপানি মদ সাকে সহ কাছের একটি বন্দরে ধরা সামুদ্রিক খাদ্য সামগ্রী দোকানে মজুত রাখা হয়েছে।
সুপারমার্কেটের ব্যবস্থাপক শুনসুকে নিহঙ্গি বলেছেন তিনি আশা করছেন শহরে ফিরে আসা লোকজনকে তিনি সাহায্য করতে পারবেন এবং তাঁদের প্রয়োজন মত পণ্য সেখানে তিনি রাখবেন।