জাপানের অনেক এলাকায় ক্বচিৎ সূর্যালোকের দেখা মিলছে

জাপানের প্রশান্ত মহাসাগরের দিকের এলাকাগুলোতে সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে প্রধানত মেঘাচ্ছন্ন কিংবা বর্ষণমুখর দিনের দেখা লোকজন পাচ্ছেন। টোকিওর মধ্যাঞ্চলে পরপর ১৭ দিন ধরে তিন ঘণ্টার কম সূর্যের আলো ছিল। সময়ের ব্যাপ্তির দিক থেকে এটা হচ্ছে ১৯৮৮ সালের রেকর্ডের সমান।

আবহাওয়া এজেন্সি বলছে শনিবার পর্যন্ত তিনদিনের বেশি সময় ধরে সাইতামা সিটিতে মোট দুই ঘণ্টা সূর্যালোকের দেখা মেলে, যা হচ্ছে গড় বছরের মাত্র প্রায় পাঁচ শতাংশ। টোকিওর মধ্যাঞ্চলে সূর্যালোক ছিল ২.৯ ঘণ্টা, স্বাভাবিক বছরের তুলনায় যা হচ্ছে ৭ শতাংশ এবং মায়েবাশিতে সূর্যালোকের দেখা মিলেছে ৩.৫ ঘণ্টা, যা হচ্ছে গড় বছরের ৯ শতাংশ।

এজেন্সি বলছে জাপানের উত্তর ও পূর্বাঞ্চলের প্রশান্ত মহাসাগর উপকূল এলাকায় মেঘাচ্ছন্ন ও বৃষ্টি-ভেজা দিন আরও এক সপ্তাহ বজায় থাকবে। ফসল রক্ষায় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান এজেন্সি কৃষকদের প্রতি জানাচ্ছে।