গ্রহাণুতে অবতরণ শুরু করেছে হায়াবুসা-২

জাপানের মহাকাশ এজেন্সি জানিয়েছে যে হায়াবুসা-২ মহাকাশযান এক গ্রহাণুতে অবতরণ শুরু করেছে। গ্রহাণুর পৃষ্ঠদেশের তলা থেকে পাথরের নমুনা সংগ্রহ করার মত এক যুগান্তকারী মিশনে নিয়োজিত মহাকাশযানটি।

জাপান সময় সকাল ১০টা ৪৬ নাগাদ, বিশ হাজার মিটার উচ্চতা থেকে হায়াবুসা-২ রিউগু গ্রহাণুতে অবতরণ শুরু করে।

২০১৪ সালে হায়াবুসা-২ উৎক্ষেপণ করা হয়েছিল। প্রায় ৩০ কোটি কিলোমিটার ভ্রমণ করার পর সেটি গ্রহাণুর উপর গিয়ে পৌঁছায়।

ফেব্রুয়ারি মাসে প্রথম সেটি গ্রহাণুতে অবতরণ করেছিল। জাপান মহাকাশ অনুসন্ধান এজেন্সির ধারণা যে গ্রহাণুর পৃষ্ঠদেশ থেকে সেটি পাথরের নমুনা সংগ্রহ করতে সক্ষম হয়েছিল।

এপ্রিল মাসে হায়াবুসা-২, রিউগুর পৃষ্ঠদেশে ধাতুর একটি বস্তু ছুঁড়ে এক গর্তের সৃষ্টি করে।

মহাকাশ এজেন্সি বলছে, হায়াবুসা-২ গর্তের চারিপাশে ছিটকে পড়া পাথরগুলো সংগ্রহের চেষ্টা করবে। গ্রহাণুর ভিতরে অনুসন্ধান চালানোর এই ধরনের প্রচেষ্টা বিশ্বে প্রথম।

পৃষ্ঠদেশের মত গ্রহাণুর তলদেশের পদার্থ তেজস্ক্রিয় বা অন্যান্য কারণে ক্ষতিগ্রস্ত হয় নি।

বিজ্ঞানীরা মনে করছেন যে ঐ পদার্থগুলো থেকে জীবের উৎপত্তি এবং সৌর ব্যবস্থা গঠনের বিষয়ে অনেক কিছু জানা যাবে।