পরলোকে জাপানের সঙ্গীত জগতের বিখ্যাত ব্যক্তিত্ব জনি কিতাগাওয়া
জাপানের নেতৃস্থানীয় ট্যালেন্ট এজেন্সি জনি এন্ড এসোসিয়েটসের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জনি কিতাগাওয়া ৮৭ বছর বয়সে প্রাণত্যাগ করেছেন। গতকাল টোকিওর একটি হাসপাতালে স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
১৯৩১ সালে লস এঞ্জেলসে কিতাগাওয়ার জন্ম এবং বাল্যকাল তিনি জাপান ও যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন।
১৯৬২ সালে তিনি জনি এন্ড এসোসিয়েটস প্রতিষ্ঠা করেন। এই এজেন্সি হচ্ছে স্ম্যাপ, তোকিও, কিংকি কিডস, ভি৬ এবং আরাশি’র মত পুরুষ গায়কদের জনপ্রিয় সঙ্গীত গোষ্ঠীর পরিচালনা কোম্পানি।
সঙ্গীত প্রযোজক এবং থিয়েটার পরিচালক হিসেবেও কিতাগাওয়া পরিচিত ছিলেন। সবচেয়ে বেশি নাম্বার ওয়ান সিঙ্গেলস গান এবং একক ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি কনসার্টের আয়োজন করার জন্য তিনি হলেন গিনেস বিশ্ব রেকর্ডের অধিকারী।