জাপানের প্রাচীন সমাধি টিলাকে সাংস্কৃতিক ঐতিহ্যের অনুমোদন দিয়েছে ইউনেস্কো

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর একটি কমিটি পশ্চিম জাপানের ওসাকা জেলার কয়েকটি প্রাচীন সমাধি টিলাকে বিশ্ব সাংস্কৃতিক স্থান হিসেবে নথিবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

আযেরবাইজানের রাজধানী বাকুতে আজ জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থার বিশ্ব ঐতিহ্য কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

ইউনেস্কোতে জাপানের রাষ্ট্রদূত তাকিও ইয়ামাদা এবং ওসাকার গভর্নর হিরোফুমি ইয়োশিমুরা সিদ্ধান্তে আনন্দ প্রকাশ করা দর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন।

সাকাই, হাবিকিনো ও ফুজিদেরা শহর জুড়ে বিস্তৃত ৪৯টি টিলা নিয়ে গড়ে উঠা গুচ্ছবদ্ধ সেই মোযু-ফুরুইচি সমাধিস্তুপ চতুর্থ শতকের শেষ দিকে এবং পঞ্চম শতকে তৈরি করা হয়।

এগুলোর মধ্যে চাবি ঢোকানোর ছিদ্র আকারের একটি সমাধিকে সম্রাট পরিবারের ব্যবস্থাপনা এজেন্সি সম্রাট নিন্তোকুর জাঁকজমকপূর্ণ সমাধি হিসেবে গণ্য করে।

আনুষ্ঠানিকভাবে দাইসেন কোফুন নামের সেই বিশেষ সমাধি হচ্ছে জাপানে চাবি ঢোকানোর ছিদ্র আকারের সবচেয়ে বড় সমাধি।

বিশেষজ্ঞরা বলছেন সেইসব সমাধিস্তুপ অতীত যুগের উচ্চ মানের প্রকৌশল প্রযুক্তির প্রতিনিধিত্ব করায় জাপানে প্রচলিত ঐতিহাসিক আচরণ সম্পর্কে বুঝতে পারার গুরুত্বপূর্ণ ধারণা এগুলো দিয়ে থাকে।

জাপানে এখন চারটি বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য স্থান ছাড়া আরও ১৯টি বিশ্ব ঐতিহ্য স্থান রয়েছে।