জাপানের কিয়ুশু অঞ্চলে ভারী বর্ষণে ঘটা ভূমিধ্বসে ২ ব্যক্তি নিহত
দক্ষিণ-পশ্চিম জাপানের কিয়ুশু দ্বীপে কাদা-ধ্বস এবং বন্যার পর দু’জন নিহত এবং অন্ততপক্ষে, পাঁচ ব্যক্তি আহত হয়েছেন।
গত শুক্রবার থেকে কিছু কিছু এলাকায় ১ হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটি পুরো জুলাই মাসে স্বাভাবিকভাবে প্রত্যাশিত পরিমাণ থেকে দ্বিগুণ।
আজ এক পর্যায়ে প্রায় ৮ লক্ষ লোকের জন্য নিরাপদ স্থানে সরে যাওয়ার আদেশ জারি করা হলেও বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রায় ৫ লক্ষ ৯৫ হাজার ব্যক্তির ক্ষেত্রে এই আদেশ তুলে নেয় কাগোশিমা শহর কর্তৃপক্ষ। এছাড়া, কানোইয়া শহরও সন্ধ্যা ৭টায় প্রায় ১ লক্ষ অধিবাসীর জন্য এই আদেশ প্রত্যাহার করে নেয়।
কর্তৃপক্ষ বলছে, একটি কাদা-ধ্বসে নিজ বাড়ি ধ্বংস হওয়ায় কাগোশিমা শহরে একজন বৃদ্ধ নারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। কর্তৃপক্ষের ভাষ্যানুযায়ী, ঐ নারী বাড়িতে একা বাস করতেন।
উল্লেখ্য, গত সোমবার অনুরূপ এক দুর্ঘটনায় আরও এক নারী নিহত হন। কর্তৃপক্ষের মতে, ঐ জেলায় এ পর্যন্ত ত্রিশের অধিক ভূমিধ্বসের ঘটনা ঘটেছে