জাপানের অনেকগুলো অংশে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা
জাপানের আবহাওয়া কর্মকর্তারা, অব্যাহত প্রবল বৃষ্টিপাতের ফলে ভূমিধ্বস, নিম্নাঞ্চলগুলোতে বন্যা সৃষ্টির পাশাপাশি সারাদেশে আকস্মিক দমকা বাতাস বয়ে যেতে পারে বলে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন।
আবহাওয়া সংস্থা, দীর্ঘায়ীত হওয়া মৌসুমি বৃষ্টির সম্মুখভাগ দিয়ে উষ্ণ ও আদ্র বাতাস প্রবেশ করে পূর্ব ও পশ্চিম জাপানের বায়ুমণ্ডলীয় পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে বলে জানায়।
মৌসুমি বায়ু রেখা আরও সক্রিয় হয়ে চলায় আজ রাত থেকে আগামীকাল দুপুর পর্যন্ত কিউশুসহ পশ্চিম জাপানের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়া কর্মকর্তারা, বায়ু রেখাটি চলতি সপ্তাহের মাঝামাঝি নাগাদ পর্যন্ত প্রধানত পশ্চিম জাপানে অব্যাহত বৃষ্টি বয়ে নিয়ে আসবে বলে উল্লেখ করেন।