আফ্রিকায় জাপানী বিনিয়োগ টিক্যাডের আলোচনা

জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে, চলতি বছর টোকিওতে অনুষ্ঠিতব্য আফ্রিকা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন বা টিক্যাডের বৈঠকে জাপানের বিনিয়োগ সম্প্রসারিত করার বিষয়ে আলোচনা করার ইচ্ছা ব্যক্ত করেছেন।

আজ আবে, ওসাকায় চলমান জি ২০ শীর্ষ বৈঠকের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

আবে, চলতি বছরের টিক্যাডের বৈঠকে জাপান এবং আফ্রিকার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের উপর আলোকপাত করা হবে বলে উল্লেখ করেন। এবছর অগাস্ট মাসে, টোকিওর অদূরে অবস্থিত ইয়োকোহামায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

আবে, সম্মেলনটি সফল করতে দক্ষিণ আফ্রিকার সহযোগিতার জন্য রামাফোসার প্রতি আহ্বান জানান।

জবাবে রামাফোসা, জাপানী কোম্পানিগুলোর কাছ থেকে আরও বেশী বিনিয়োগের আশাবাদ প্রকাশ করে তাঁর দেশের সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

দুই নেতা, বিশ্বের সমুদ্রগুলোতে প্লাস্টিক বর্জ্যের সমস্যা নিয়েও আলোচনা করেন। আবে, এইধরনের বর্জ্য হ্রাসে সহায়তা করতে জাতিসংঘের মাধ্যমে আগামী তিন বছরে দক্ষিণ আফ্রিকাকে প্রায় ২০ লাখ ডলার প্রদান করতে জাপানের প্রস্তুতির বিষয় উল্লেখ করেন।

আবে, প্লাস্টিকের পরিবর্তে বিকল্প সামগ্রী প্রবর্তন এবং পুনঃ প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তির উন্নয়নের জন্য দক্ষিণ আফ্রিকাকে এই সহায়তা প্রদান করা হবে বলে উল্লেখ করেন।