জাপানের প্রধানমন্ত্রীর ডিজিটাল অর্থনৈতিক আইন নিয়ে আলোচনার প্রস্তাব
ওসাকায় আয়োজিত জি-টোয়েন্টি’র শীর্ষ সম্মেলনে, জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে ডিজিটাল অর্থনীতি সংক্রান্ত আইন নিয়ে আলোচনা করার জন্য একটি নতুন আন্তর্জাতিক কাঠামো প্রণয়নের প্রস্তাব দিয়েছেন। জাপান সরকার একে “ওসাকা ট্র্যাক” বলে অভিহিত করে।
বিশ্বনেতারা এ বিষয়ে তাদের অবস্থান অনুধাবনের উদ্দেশ্যে শুক্রবার এই পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য বৈঠক করেন। আবে চলতি বছরের গোড়ার দিকে দাভোস’এর বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রথমবারের মত তার এই ধারণা উত্থাপন করেন।
আবে উপাত্ত প্রবাহের উপর থেকে নিয়ন্ত্রণ শিথিল করার জন্য জি-টোয়েন্টি’র অন্যান্য নেতাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “এই দ্রুত অগ্রসরমান ডিজিটালকরণের ব্যাপক সম্ভাবনাকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করার জন্য, এই প্রবণতাকে সামাল দেয়ার মত আন্তর্জাতিক আইন অপরিহার্য”।
আবে আরও বলেন, “বিশেষ করে, উপাত্ত প্রবাহ এবং ই-কমার্সের জন্য আইন প্রণয়ন করা দরকার যা হবে ডিজিটাল যুগের চালিকাশক্তি”।
ক্রমবর্ধমান আন্ত:সংযুক্ত ডিজিটাল যুগের নতুন জ্বালানিকে উপাত্ত বলে অভিহিত করা যেতে পারে। প্রতি মিনিটে বিশাল পরিমাণের তথ্য সৃষ্টি হচ্ছে। উপাত্ত আবার আন্ত:সীমান্ত লেনদেনেরও চাবিকাঠি যা কিনা আন্তর্জাতিক বাণিজ্যের একটি মূলভিত্তিতে পরিণত হয়েছে।
তবে, উপাত্ত নিয়ন্ত্রণ এবং সংরক্ষণবাদ সারা বিশ্বে বহুল আলোচিত একটি বিষয়।
চীন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে তাদের তথ্য দেশের অভ্যন্তরের সার্ভারে মজুদ করতে বাধ্য করে এবং উপাত্ত বাইরে পাঠানোর উপর নিয়ন্ত্রণও আরোপ করে।