মৌসুমি ঝড়ের প্রভাবে জাপান জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

জাপানের দক্ষিণের দ্বীপ কিয়ুশুর পূর্ব উপকূলের অদূরের একটি মৌসুমি নিম্নচাপ মৌসুমি ঝড়ে উন্নীত হওয়ায় সেটি দেশের বেশিরভাগ অঞ্চলের উপর ভারী বৃষ্টিপাতের সৃষ্টি করতে পারে।

জাপানের আবহাওয়া এজেন্সি বলছে, দেশজুড়ে বিস্তৃত একটি আবহাওয়া পরিস্থিতির দিকে উষ্ণ, আর্দ্র বায়ু ধাবিত হওয়ায় দেশের পশ্চিম অংশের কানসাই অঞ্চলের উপর বৃষ্টি-মেঘের সৃষ্টি হয়েছে।

জাপান সাগরের অদূরের আরেকটি নিম্নচাপ ব্যবস্থা’সহ এই আবহাওয়া পরিস্থিতি আগামী কয়েক ঘণ্টায় আরও উত্তরের দিকে অগ্রসর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে যা একটি বিস্তৃত এলাকা জুড়ে আবহাওয়ার অবস্থাকে অস্থিতিশীল করে তুলবে। আজ সন্ধ্যা পর্যন্ত পশ্চিম জাপানে এবং আগামীকাল পুরো দিন উত্তরপূর্ব ও পূর্ব জাপানে বৃষ্টির পাশাপাশি স্থানীয়ভাবে বজ্র-বৃষ্টিও হতে পারে।