জাপানে যৌন অপরাধের বিরুদ্ধে কঠোরতর আইনের আহবান ভুক্তভোগীদের
জাপানে যৌন অপরাধীদের বিরুদ্ধে আইনের ধারা আরও কঠোর করার জন্য প্রচারণা চালাচ্ছেন যৌন সহিংসতার ভুক্তভোগী এবং তাদের সমর্থকেরা।
আজ আইন মন্ত্রণালয়ে যাওয়া তিনটি গ্রুপের প্রতিনিধিরা ৪৫ হাজারেরও বেশি লোকের স্বাক্ষরকৃত একটি আবেদন জমা দেন।
উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে মধ্য জাপানের নাগোইয়া জেলা আদালতের ওকাযাকি শাখার দেয়া এক রায়ের পর এই প্রচার কার্যক্রমের সূচনা ঘটে।
ঐ রায়ের মাধ্যমে নিজের কন্যাকে যৌন নিপীড়ন করা এক পুরুষ ব্যক্তিকে আদালত খালাস দেয়। এতে উল্লেখ করা হয় যে তিনি তার কন্যার সম্মতি না নিয়েই যৌন সম্পর্কে মিলিত হন। তবে, ঐ ব্যক্তি যে কন্যার প্রতিরোধ অক্ষমতার সুযোগ নিয়েছিলেন, বাদীর আইনজীবীর এরকম যুক্তি বাতিল করে দেয়া হয় রায়ে।
আইনি ধারার আওতায়, যৌন সহিংসতার ভুক্তভোগীদের অবশ্যই এটি প্রমাণ করতে হয় যে তারা প্রতিরোধ করতে সমর্থ হননি এবং আক্রমণকারী সে পরিস্থিতির সুযোগ নিয়েছিল।
আজ দাখিল করা আবেদনটিতে এটি উল্লেখ করা হয় যে বিভিন্ন দেশের আইনি ধারায় সম্মতি বিহীন যৌন সম্পর্ককে শাস্তির আওতায় আনা হয়েছে। অপরাধীদের শাস্তি দেয়ার জন্য সম্মতির অভাবকেই একমাত্র আবশ্যকতা বলে জাপানি আইনের ধারায় অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট আবেদনে বলা হয়েছে।