জাপানের ভূমিকম্প দুর্গত ইয়ামাগাতা জেলায় স্বেচ্ছাসেবীরা ধ্বংসাবশেষ সরাতে সাহায্য করছেন
গত মঙ্গলবার উত্তর জাপান উপকূলে একটি ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর আজ ইয়ামাগাতা জেলায় ভূমিকম্পের ধ্বংসাবশেষ সরাতে সহায়তা করেন স্বেচ্ছাসেবকরা।
জাপানি ভূমিকম্প পরিমাপকের ০ থেকে ৭ মাত্রার মধ্যে মাইনাস-৬ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা ৎসুরুওকা শহরে বাড়ি-ঘরের ছাদের উপর থেকে অনেক টাইলস ভূমিতে পড়ে যায়। ৎসুরুওকা, ইওয়াতে জেলা এবং টোকিওর ১৪ জন স্বেচ্ছাসেবী আজ তিনটি নির্দিষ্ট স্থানে এসব ধ্বংসাবশেষ সরানো এবং আলাদা করতে সাহায্য করেন।
বয়স চল্লিশের কোঠায় থাকা একজন স্বেচ্ছাসেবী বলেন যে তার নিজ শহরও একটি বড় ধরণের ভূমিকম্পে আক্রান্ত হবার কারণে তিনি কিছু একটা করতে চান। একজন নগর কর্মকর্তা বলেন, ধ্বংসাবশেষ সরানোর কাজে তাদের অনেক লোকের প্রয়োজন রয়েছে এবং এক্ষেত্রে, স্বেচ্ছাসেবীরা চমৎকার কাজ করছেন।