২০২০ অলিম্পিকের বাঁছাই পর্বে খেলার লক্ষ্য নির্ধারণ ৩৭ জন শরণার্থীর: আইওসি
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি ৩৭ জন শরণার্থীর একটি তালিকা প্রকাশ করেছে যাদেরকে অলিম্পিক বৃত্তি প্রদান করা হচ্ছে এবং কমিটি আশা করছে, আগামী বছরের টোকিও গেমসে তারা খেলার যোগ্যতা অর্জন করবেন।
আইওসি’র প্রেসিডেন্ট থমাস বাক বৃহস্পতিবার সুইস শহর লজান’এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, শরণার্থীদের এই গ্রুপ ২০১৬ সালে রিও ডে জানেইরো’র ১০ সদস্যের দলের চেয়ে বড় হবে।
তিনি এও বলেন, রিও গেমসে অংশগ্রহণ করা ১০ জন সহ এই ৩৭ জন খেলোয়াড়কে অলিম্পিক বৃত্তি প্রদান করা হচ্ছে। এদের মধ্যে সিরিয়া ও আফগানিস্তানের শরণার্থীরাও রয়েছেন।
তারা আন্তর্জাতিক মানদণ্ড পূরণের জন্য বড় বড় প্রতিযোগিতায় অংশগ্রহণের পরে আগামী বছরের জুন মাসের বাঁছাই পর্বের খেলায় যোগ্যতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছেন।