জাপানের ব্যবসায়িক মনোভাবের অবনতি
বিশ্লেষকরা, ব্যাংক অফ জাপানের ত্রৈমাসিক তানকান জরীপে পরপর ২য় বারের মত বৃহদাকারের নির্মাতা কোম্পানিগুলোর মধ্যে ব্যবসায়িক মনোভাব দুর্বল বলে প্রতীয়মান হয়েছে বলে অনুমান করছেন।
প্রায় ১০ হাজার কোম্পানির নির্বাহীরা দেশের অর্থনীতি নিয়ে কিধরণের মনোভাব পোষণ করছে তা পরিমাপ করে তানকান তৈরি করা হয়।
আগামী ১লা জুলাই জরীপের ফলাফল প্রকাশের আগে ১৪টি বেসরকারি খাতের সংস্থার বিশ্লেষকরা তাঁদের পূর্বাভাষ প্রকাশ করেন। এগুলোর মধ্যে ১৩টি ব্যবসায়িক মনোভাবের অবনতি ঘটেছে বলে ধারণা করছেন।
বিশ্লেষকরা, পূর্ববর্তী ত্রৈমাসিকে ব্যাংক অফ জাপানের জরীপে ১২ পয়েন্ট রেকর্ড করা হলেও এবার বৃহদাকারের নির্মাতা কোম্পানিগুলোর এই সূচক ৭ থেকে ১২র মধ্যে হবে বলে অনুমান করছেন।
তাঁরা, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য বিরোধের ফলে রপ্তানি হ্রাস পেয়েছে বলে উল্লেখ করেন।
তাঁরা অপর কারণ হিসেবে, চীনের বৃহত্তম টেলিযোগাযোগ কোম্পানি হুয়াওয়ের সঙ্গে মার্কিন কোম্পানিগুলোর বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা আরোপের পর ইলেকট্রনিক যন্ত্রপাতি নির্মাতা কোম্পানিগুলোর উদ্বেগ বলে উল্লেখ করেন।