ফ্রান্সে নিজেদের সবটুকু উজাড় করে দিতে জাপান নারী ফুটবল দলের কোচের আহ্বান
জাপান নারী ফুটবল দলের কোচ জানিয়েছেন তিনি চান তার দলের খেলোয়াড়রা ফ্রান্সে বিশ্বকাপে তাদের সামর্থের সবটুকু উজাড় করে দিবে।
কোচ আসাকো তাকাকুরা এবং অধিনায়ক সাকি কুমাগাই দলের প্রথম খেলায় আর্জেন্টিনাকে মোকাবেলা করার একদিন আগে প্যারিসে রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তাকাকুরা বলেন, তার খেলোয়াড়রা ভালো অবস্থায় টুর্নামেন্টে অংশ নিচ্ছে। তিনি বলেন, প্রথম খেলাটি হবে কঠিন তবে তারা যাতে তাদের দক্ষতার পূর্ণ ব্যবহার করতে পারে সেজন্য তিনি তাদের গাইড করবেন।
তাকাকুরা জাপানি খেলোয়াড়দের গড় বয়স প্রায় ২৪ বছর উল্লেখ করেন, যা এই প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বনিম্ন।
তিনি বলেন, তিনি চান এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণ খেলোয়াড়রা গড়ে উঠুক। তিনি আরও বলেন, জাপান একবার বিশ্বকাপ জিতেছে এবং তার দল আবারও সেটা জেতার জন্য বদ্ধপরিকর।
অধিনায়ক কুমাগাই বলেন, তার দল জয়ের মাধ্যমে তিন পয়েন্ট অর্জনের দিকে দৃষ্টি নিবদ্ধ করেছে।