জাপানের ইয়োকোহামার পাতালরেল লাইনচ্যুত

জাপানের ইয়োকোহামার একটি রেল পরিচালনা কোম্পানি বলছে যে তাদের একটি পাতাল রেল টোকিওর অদূরের শহরটির মধ্যে দিয়ে চলার সময় লাইনচ্যুত হয়েছে। পুলিশ বলছে, কোন হতাহতের খবর তারা পায়নি।

ইয়োকোহামা মিউনিসিপ্যাল পাতাল রেলের নীল লাইন কর্তৃপক্ষ বলছে, আজ ভোর ৫টা ২০ মিনিটের অব্যবহিত পর রেলগাড়িটির ছয়টি বগির মধ্যে চারটিই লাইনের বাইরে চলে যায়।

পুলিশ বলছে, গাড়ীতে সেসময় ১শ ২০ থেকে ১শ ৩০ জন যাত্রী ছিলেন। পরে তাদের সবাইকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।

ঐ পরিচালক কোম্পানি শুরুতে তাদের সবগুলো রুটে রেল চলাচল বন্ধ করে দিলেও প্রায় ঘন্টাখানেক পর আংশিকভাবে সেগুলো পুনরায় চালু করা হয়।

ইয়োকোহামার নগর কর্মকর্তারা বলছেন, রেল পরিচালনা কোম্পানি আগের রাতে একটি রক্ষণাবেক্ষণ গাড়ি চালানোর জন্য রেললাইনের উপর অতিরিক্ত লাইন পেতেছিল।
তবে সেগুলো তুলে নেয়া হয়নি বলে কর্মকর্তাদের মতে, দিনের প্রথম ট্রেনটি হয়ত তাতে আঘাত হেনে থাকতে পারে।