রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও টেকনোলজি (RUET) ছাত্রদের কৃতিত্ব
বাংলাদেশের রাজশাহী শহরে অবস্থিত রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও টেকনোলজি (RUET) এর কিছু ছাত্র দ্বারা পরিচালিত একটি টিম । টিমটির নাম Team Crack Platoon। এই নামে বাংলাদেশের প্রথম ইলেকট্রিক ফরমুলা কার তৈরি করে ওরা জাপানে ফরমুলা ষ্টুডেন্ট -২০১৯ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে। বিশ্বের অনেকগুলো দেশের মধ্যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। ২০১৭ সালে টিম ক্র্যাক প্লাটুন বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম ও একমাত্র দল হিসেবে ফর্মুলা স্টুডেন্ট জাপান এ অংশগ্রহণ করে। এবারও টিম ক্র্যাক প্লাটুন নতুন এক ইতিহাস তৈরি করতে যাচ্ছে। ২০১৯ এর ফর্মুলা স্টুডেন্ট জাপান এ তারা দেশের সর্বপ্রথম ফর্মুলা ইলেক্ট্রিক কার তৈরী করতে যাচ্ছে। যা কিনা দেশের অটোমোবাইল সেক্টরকে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যাবে।
তবে এর জন্য বেশ কিছু প্রতিবন্ধকতাও আছে। প্রাথমিক ভাবে চেসিস তৈরীর টাকা টীমের সদস্যরা বহন করলেও বর্তমানে তা আর সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে স্পন্সরদের দৃষ্টি আকর্ষণ করছে তারা। আপাতত কম্পিটিশন এর রেজিস্ট্রেশন আর গাড়ি তৈরীর কাজ শুরু করার জন্য তাদের ৪-৫ লাখ টাকার প্রয়োজন।
যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদেরকে স্পন্সর করতে চান তাহলে তাদের ওয়েবসাইট www.teamcrackplatoon.com বিস্তারিত বর্ননা দেয়া আছে। এছাড়াও তাদের একটি ফেজবুক পেজ আছে https://www.facebook.com/crackplatoon.ruet/ যাতে এ সব তথ্য দেয়া হবে।
যে যতটুকুই স্পন্সর করুন না কেন তার টাকার প্রতিটি তথ্য দিতে Team Crack Platoon বদ্ধপরিকর। গুগল ডকের মাধ্যমে তাদের সাথে সকল তথ্য শেয়ার করা হবে।
টিম ক্র্যাক প্লাটুন একটি সম্পূর্ণ অলাভজনক সংগঠন। কিন্তু এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে প্রচুর টাকার প্রয়োজন হয় । আসুন আমরা সকলে যার যার জায়গা থেকে এগিয়ে আসি এবং ইতিহাসের অংশ হই।