জাপানের নারিতা বিমানবন্দরে টহলদার রোবটের ব্যবহার শুরু হতে যাচ্ছে

টোকিও’র অদূরের নারিতা বিমানবন্দর পরিচালনাকারী কোম্পানি টার্মিনাল ভবনে এমন একটি রোবটের উন্মোচন করেছে যা নিরাপত্তা টহলের জন্য ব্যবহার করা হবে।

২০২০ সালের অলিম্পিক এবং প্যারালিম্পিকের কারণে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাবার প্রত্যাশা থেকে নিরাপত্তা জোরদারের কাজে এই রোবটগুলো ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দরের পরিচালনা কোম্পানি।

আগামী মাসের ৩ তারিখ থেকে এই রোবটগুলোর কার্যক্রম শুরু হবে। যন্ত্রগুলো কিভাবে পরিচালনা করা হবে, তা গতকাল গণমাধ্যমের কাছে প্রদর্শন করা হয়েছে।

১.২০ মিটার উঁচু চাকাযুক্ত রোবটগুলোর সাথে ৩শ ৬০ ডিগ্রীর নজরদারি ক্যামেরার পাশাপাশি বাধা সনাক্তকারী সেন্সর ও একটি মেটাল ডিটেক্টর’সহ অন্যান্য যন্ত্রপাতি সংযুক্ত রয়েছে।

রোবটটি বাধা এড়িয়ে টার্মিনালগুলোর ভিতরে পূর্বে থেকে প্রোগ্রামকৃত একটি টহল পথ অনুসরণ করতে পারে।

নারিতা বিমানবন্দরের কর্মকর্তারা বলছেন, জাপানের কোন বিমানবন্দরে এবারই প্রথম এ ধরণের কোন নিরাপত্তা রোবট ব্যবহৃত হতে যাচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা কর্মীর ঘাটতি মেটাতে জাপানের কয়েকটি রেল স্টেশন’সহ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানে ইতিমধ্যেই রোবটের ব্যবহার হয়ে আসছে।