বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সাহায্য করবে জাপান

জাপান ও বাংলাদেশের নেতারা বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে জাপানের ১২০ কোটি ডলারের সমপরিমাণ ইয়েন ঋণ প্রদানের একটি চুক্তি নিয়ে সম্মত হয়েছেন।

জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে এবং তাঁর বাংলাদেশি প্রতিপক্ষ শেখ হাসিনা গতকাল টোকিওতে বৈঠকে মিলিত হন।

সেই তহবিল অন্যান্য প্রকল্পের মধ্যে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি বন্দর নির্মাণ এবং রাজধানী ঢাকার একটি রেল প্রকল্পে খরচ করতে তাঁরা সম্মত হয়েছেন।

অবকাঠামো উন্নয়নে নেয়া উদ্যোগের মধ্যে দিয়ে অঞ্চল জুড়ে চীনের উপস্থিতি বৃদ্ধি পেতে থাকার সময়ে এই চুক্তি স্বাক্ষরিত হল।

দুই পক্ষ একই সাথে বাংলাদেশ থেকে জাপানে আসা শ্রমিকদের কর্ম পরিস্থিতি উন্নত করে নেয়ার প্রয়োজনীয়তাও নিশ্চিত করে নিয়েছে। শ্রমিক ঘাটতি সামাল দিতে জাপান বিদেশী কর্মীদের স্বাগত জানাচ্ছে।

মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতির উল্লেখও আবে করেছেন। এদের প্রত্যাবাসনের চেষ্টা চালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে টোকিওর সহায়তার প্রতিশ্রুতি আবে দেন।

আবে পরে সাংবাদিকদের বলেছেন দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করে নিতে এবং বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোতে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসতে তাঁর সরকার কাজ করবে।