কিয়োতো বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার বিমুক্তি চিকিৎসা কেন্দ্র
এনএইচকে জানতে পেরেছে যে, জাপানের কিয়োতো বিশ্ববিদ্যালয় ক্যান্সার বিমুক্তি সংক্রান্ত একটি গবেষণা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে। এই গবেষণা কেন্দ্রের প্রধান হবেন, নোবেল পুরস্কার বিজয়ী তাসুকু হোনজো।
হোনজো হচ্ছেন কিয়োতো বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক। তিনি, নেতিবাচক বিমুক্তি প্রক্রিয়াকে বাধাদানকারী ক্যান্সার চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের জন্য গত বছর চিকিৎসা বিদ্যায় যৌথভাবে নোবেল পুরষ্কার লাভ করেন।
ওয়াকিবহাল মহল জানায় যে, এই বিশ্ববিদ্যালয় আগামী শিক্ষাবর্ষে নয়া গবেষণা কেন্দ্রটি স্থাপনের লক্ষ্যে সরকারের কাছে বাজেটের জন্য অনুরোধ জানানোর পরিকল্পনা করছে।
গবেষকরা, মৌলিক গবেষণা থেকে ওষুধ তৈরি পর্যন্ত চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ এবং চিকিৎসকদের প্রশিক্ষণের মত ব্যাপক তৎপরতা গ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে।
নতুন কেন্দ্রটি আপাতত বিদ্যমান একটি স্থাপনায় কার্যক্রম চালাবে এবং বিশ্ববিদ্যালয়টি আগামী ৫ বছরের মধ্যে একটি নতুন ভবন নির্মাণের লক্ষ্য নির্ধারণ করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়, এটি ক্যান্সার বিমুক্তি চিকিৎসার সমন্বিত গবেষণা এবং উন্নয়নের প্রথম কেন্দ্র হবে বলে জানায়।