জাপানের পরবর্তী প্রজন্মের বুলেট ট্রেনের চলাচল সংবাদ মাধ্যমকে দেখানো হয়েছে

জাপানের পরবর্তী প্রজন্মের শিনকানসেন বুলেট ট্রেন আজ পরীক্ষামূলকভাবে চালনা করে সংবাদ মাধ্যমের সামনে নিয়ে আসা হয়।

পূর্ব জাপান রেল কোম্পানি ২০৩০ অর্থ বছরের এপ্রিল মাস থেকে শুরু করে সেই ট্রেনের সেবা চালুর লক্ষ্য ধরে নিয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ ৩৬০ কিলোমিটার গতিতে ট্রেনটি চালানোর পরিকল্পনা কোম্পানি করছে।

আলফা-এক্স নামের পরবর্তী প্রজন্মের বুলেট ট্রেনের পরীক্ষামূলক একটি সংস্করণ গত শুক্রবার উত্তর-পূর্ব জাপান থেকে যাত্রা শুরু করে। আজ সকালে ট্রেনটির সেনদাই থেকে মোরিওকা স্টেশনে এসে পৌঁছানো দেখানোর জন্য সংবাদ মাধ্যমকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ট্রেনটিতে দশটি বগি ছিল।

কোম্পানি বলছে এখন পর্যন্ত ট্রেনটি আজ সর্বোচ্চ গতিবেগ, ঘণ্টায় ৩২০ কিলোমিটার বেগে চালিয়ে পরীক্ষা করা হয়েছে। এক্সেলারেশন ও ব্রেক ব্যবস্থা এবং সেই সাথে ভ্রমণ আরামদায়ক কিনা তা পরীক্ষা করে দেখা হয়।

আগামী তিন বছর সময়ে কোম্পানি সেনদাই ও শিন-আওমোরির মধ্যে ট্রেনের পরীক্ষামূলক চালনা অব্যাহত রাখবে।