• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপানের দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর টাইফুন ‘হাইসেন’

    জাপানের দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কত টাইফুন হাইসেন। কয়েকদিনের মধ্যেই এটি জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত করেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    জাপানের প্রতিরক্ষামন্ত্রী তারো কোনো জানিয়েছেন, টাইফুন হাইসেন মোকাবেলায় ইতোমধ্যেই ২২,০০০ সেনাকে পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে।

    জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, টাইফুনের ফলে সমুদ্রের পানিতে ব্যাপক ঢেউ দেখা যেতে পারে। এই ঢেউয়ের মাত্রা বলতে গিয়ে তারা সুনামির সঙ্গে তুলনা করেছেন। ফলে আতঙ্ক তৈরি হয়েছে জাপানবাসীর জনমনে।

    হাইসেনের কেন্দ্রে অ্যাটমোস্ফেরিক চাপ থাকছে ৯২০ হেক্টোপ্যাস্কাল। বাতাসের এর গতি থাকবে ঘন্টায় ১৮০ কিলোমিটার। মনে করা হচ্ছে রবি অথবা সোমবারের মধ্যেই জাপানে আছড়ে পড়তে পারে এই হাইসেন।

    ইতিমধ্যেই জাপান সরকার একদিকে যেমন সেনাদের ‘ফুল অ্যালার্ট’ করেছে। অন্যদিকে হাইসেনের গুরুত্ব বুঝে ইতোমধ্যেই প্রায় ১০০ এর কাছাকাছি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

    সতর্কতা বজায় রাখতে আবহাওয়া কর্মকর্তাদের আহ্বান

    জাপানের আবহাওয়া কর্মকর্তারা, সামান্য দুর্বল হয়ে দক্ষিণ-পশ্চিম জাপান অভিমুখে তাইফুন “হাইশেন” এগিয়ে আসতে থাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে লোকজনের প্রতি আহ্বান জানাচ্ছেন।

    আবহাওয়া সংস্থার কর্মকর্তারা, আজ সকাল সাড়ে ৯টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে উক্ত আহ্বান জানান।

    সাংবাদিকদের কাছে আবহাওয়ার সংস্থার কর্মকর্তা নাকামোতো ইয়োশিহিসা, ওকিনাওয়া ও আমামি অঞ্চলের দ্বীপগুলোতে মারাত্মক ঝড়ো বাতাস ও উঁচু ঢেউ প্রত্যক্ষ করা হয়েছে বলে উল্লেখ করেন।

    তাইফুন সংক্রান্ত সর্ব সাম্প্রতিক উপাত্তের ভিত্তিতে কর্মকর্তারা, কাগোশিমা জেলায় জরুরি সতর্কতা জারির সম্ভাবনা কম বলে জানান। তবে তারা, তাইফুনের আনুমানিক সর্বোচ্চ বাতাসের গতিবেগের মাত্রার কোন বড় ধরণের পরিবর্তন না থাকায় নিজেদের সুরক্ষা ব্যবস্থা না কমাতে লোকজনের প্রতি আহ্বান জানাচ্ছেন।

    তাইফুন “হাইশেন”এর কেন্দ্রভাগের কাছাকছি বাতাসের গতিবেগ হচ্ছে ঘণ্টায় ১৬২ কিলোমিটার যা সর্বোচ্চ ২১৬ কিলোমিটারে উন্নীত হচ্ছে। এটির কেন্দ্রভাগের বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে ৯৪৫ হেক্টোপাস্কাল।

    আবহাওয়া কর্মকর্তারা, আজ সন্ধ্যা ৫টা নাগাদ তাইফুন “হাইশেন” কাগোশিমা জেলার ইয়াকুশিমা দ্বীপের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল বলে জানান। তাঁরা, তাইফুনটি ঘণ্টায় ৩৫ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছিল বলে উল্লেখ করেন।

    কর্মকর্তারা, স্থানীয় সরকারগুলো নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ বা পরামর্শ জারি করলে দ্রুত সরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। তাঁরা, নিরাপদ স্থানে সরে যাওয়া বাধাগ্রস্ত করতে পারে এমন মারাত্মক ঝড়ো বাতাস আরম্ভ হওয়ার আগেই পদক্ষেপ নেয়া ভাল হবে বলে উল্লেখ করেন।

    ভূমি মন্ত্রনালয়ের একজন কর্মকর্তা, কিউশু দ্বীপের কাগোশিমা, মিয়াযাকি ও কুমামোতো জেলার বৃহদাকারের নদীগুলোর তীর প্লাবিত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে বলে জানান।

    মিয়াযাকি জেলার অনেক হোটেল, বাড়িঘর ছেড়ে আসা লোকজনে পরিপূর্ণ হয়ে গেছে। আজ, পাহাড়ের উপরে অবস্থিত একটি হোটেলের ১০১টি কক্ষের সবগুলো সংরক্ষণ করা হয়ে গেছে। হোটেলটির ব্যবস্থাপক, বছরের এসময়ে হোটেলের সবগুলো কক্ষ পরিপূর্ণ হওয়া অস্বাভাবিক বলে উল্লেখ করেন।

    তাইফুন, প্রধান পরিবহন নেটওয়ার্কগুলোর উপর নেতিবাচক প্রভাব ফেলছে। আজ, ৫শর বেশী ফ্লাইট বাতিল করা হয়েছে। এগুলোর অধিকাংশ কিউশুর দক্ষিণাঞ্চল ও ওকিনাওয়ায় আসা যাওয়ার কথা ছিল।

    কিউশু শিনকানসেন বুলেট ট্রেনের পরিচালনাকারী কোম্পানি, আজ আংশিক এবং আগামীকাল ট্রেন চলাচল পুরোপুরি বাতিল করা হয়েছে বলে জানায়।

    করোনাভাইরাসের প্রাদুর্ভাব সত্ত্বেও লোকজনকে নিরাপদ স্থান সরে যেতে বিশেষজ্ঞের আহ্বান

    মহামারী বিদ্যা বিষয়ক একজন বিশেষজ্ঞ, করোনাভাইরাসে সংক্রমণের ঝুঁকি থাকা সত্ত্বেও কোন রকমের দ্বিধা ছাড়াই আসন্ন টাইফুন এগিয়ে যাওয়ার পথের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন।

    তোহোকু চিকিৎসা ও ওষুধ বিশ্ববিদ্যালয়ের কাকু মিৎসুও, সংক্রমণের ঝুঁকি বিরাজ করায় কিছু সংখ্যক লোকজন জনবহুল আশ্রয়কেন্দ্রে সরে যেতে উদ্বিগ্ন বোধ করতে পারেন বলে জানান।

    তবে তিনি, আশ্রয়কেন্দ্রগুলোতে কার্যকর সুরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে উল্লেখ করে এও বলেন যে টাইফুন বা বন্যার ঝুঁকি বিরাজ করায় লোকজনের নিরাপদ স্থানে সরে যাওয়াই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

    তিনি, মুখে মাস্ক লাগানো এবং সম্ভব হলে আশ্রয়কেন্দ্রে আগত পরিবারগুলোর মধ্যে ১ মিটার দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

     

    শিশু কল্যাণমূলক তালিকায় ২০ তম স্থানে রয়েছে জাপান

    বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে শিশু কল্যাণ বিষয়ক ইউনিসেফ প্রকাশিত এক প্রতিবেদনে ৩৮টি দেশের মধ্যে জাপান ২০ তম স্থানে রয়েছে।

    বৃহস্পতিবার প্রকাশিত এই প্রতিবেদনে ইউরোপীয় ইউনিয়ন বা অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন সংগঠনের সদস্য ধনী দেশগুলোতে শিশু কল্যাণ বিষয়টি মূল্যায়ন করে দেখে ইউনিসেফ। মানসিক ও শারীরিক কল্যাণের পাশাপাশি বাঁচার জন্য প্রয়োজনীয় দক্ষতা – এই তিন মাত্রার উপর ভিত্তি করে ফলাফল প্রকাশ করা হয়।

    তালিকার শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস এবং এর পরেই রয়েছে ডেনমার্ক, নরওয়ে, সুইজারল্যাণ্ড ও ফিনল্যান্ড।

    শারীরিক স্বাস্থ্যের দিক থেকে বিচার করলে জাপান তালিকার শীর্ষে থাকলেও মানসিক সুস্থতার ক্ষেত্রে জাপান ছিল তালিকায় সর্বনিম্নে থাকা দেশের মাত্র এক স্থান আগে। শারীরিক স্বাস্থ্যের মাপকাঠি ছিল অতিরিক্ত ওজন এবং শিশুদের মধ্যে মৃত্যুর হার। ১৫ বছর বয়সের কিশোর কিশোরীদের জীবন নিয়ে সন্তুষ্টি এবং তাদের মধ্যেকার আত্মহত্যার হারের উপর ভিত্তি করে মানসিক স্বাস্থ্য মূল্যায়ন করা হয়েছিল।

    দক্ষতার ক্ষেত্রে জাপানের স্থান হল ২৭, শিক্ষা ক্ষেত্রে পারদর্শিতা বেশি হলেও সামাজিক দক্ষতার ক্ষেত্রে তারা পটু নয়।

    করোনাভাইরাস বিস্তার লাভের আগে সর্বশেষ জরিপটি পরিচালনা করা হয়েছিল বলে ইউনিসেফ জানায়।

    তাইফুন হাইশেন দক্ষিণ-পশ্চিম জাপানের দিকে এগিয়ে আসছে

    জাপানের আবহাওয়া এজেন্সি জানিয়েছে যে একটি শক্তিশালী তাইফুন দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের দিকে এগিয়ে আসছে এবং শনিবার রাত থেকে সোমবারের মধ্যে সেটা ভূমিতে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    আবহাওয়া কর্মকর্তারা তাইফুন হাইশেন আঘাত হানার আগেই নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানাচ্ছেন।

    এজেন্সি জানাচ্ছে, তাইফুন হাইশেন শুক্রবার বিকেল ৩টার সময়ে জাপানের দক্ষিণে সাগরের উপরে অবস্থান করছে এবং ঘণ্টাপ্রতি ১৫ কিলোমিটার গতিতে সেটা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। তাইফুনের কেন্দ্রের বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে ৯২৫ হেক্টোপ্যাসকেল। এর কেন্দ্রের কাছে ঘণ্টাপ্রতি সর্বোচ্চ ১৮০ কিলোমিটারেরও বেশি বেগে বাতাস প্রবাহিত হচ্ছে এবং ঝড়ো হাওয়ার গতি ঘণ্টাপ্রতি ২৫২ কিলোমিটার পর্যন্তও পৌঁছাচ্ছে।

    কর্মকর্তারা বলছেন, এই তাইফুন ওকিনাওয়া জেলায় শনিবার রাত থেকে রবিবারের মধ্যে আঘাত হানতে পারে এবং একই শক্তি ধরে রেখে কাগোশিমা জেলার আমামি অঞ্চলের দিকে সোমবার অগ্রসর হবে।

    পবিত্র আশুরা পালিত

    Posted by admin on August 31
    Posted in Uncategorized 

    পবিত্র আশুরা পালিত

    যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর পরিবেশে আজ রবিবার পবিত্র আশুরা পালিত হয়েছে। কারবালার শোকাবহ ঘটনাবহুল এ দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে দিনটি পালন করা হয় মুসলিম বিশ্বে।

    হিজরি ৬১ সনের ১০ মহররম এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসেইন (রা.) এবং তাঁর পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন।

    এ ঘটনা স্মরণ করে বিশ্ব মুসলিম যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে থাকে। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে তাদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে রয়েছে। কারবালার এই শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী সকলকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা যোগায়।

    পর্যটকদের জন্য ইয়ামাগাতা’র আঙ্গুর বাগান উন্মুক্ত

    উত্তর-পূর্ব জাপানের একটি আঙ্গুর বাগান ফল সংগ্রহের জন্য উন্মুক্ত করা হয়েছে যা বাগান দেখতে আসা লোকজনকে এই মৌসুমী ফলটি উপভোগের সুযোগ করে দেবে।

    ইয়ামাগাতা জেলার সাগায়ে শহরের দু’টি খামার প্রতি বছর ১ হাজারেরও বেশি ভ্রমণকারীকে ফলবাগান দেখার অনুমতি দিয়ে থাকে। কিয়োহো এবং সুইহো নামের বড় ধরনের আঙ্গুর এই শহরের বৈশিষ্ট্য।

    একটি খামার তাদের আঙ্গুরগুলো পেকে যাওয়ার পরে গত সপ্তাহ থেকে তাদের বাগান দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়।

    অনেক দর্শনার্থী রবিবার এই ফলবাগান পরিদর্শন করেন। করোনাভাইরাস বিরোধী পদক্ষেপের অংশ হিসেবে, এই ফলবাগান ঘুরে দেখার আগে দর্শনার্থীদের শারীরিক তাপমাত্রা মেপে দেখা হচ্ছে এবং তাদের সাথে যোগাযোগের সংক্রান্ত তথ্য নিবন্ধন করে রাখা হচ্ছে।

    দর্শনার্থীরা আঙ্গুর তোলা এবং টাটকা মিষ্টি ফল খেয়ে দেখা উপভোগ করছেন।

    ইয়ামাগাতা জেলার প্রাথমিক স্কুলের একজন শিক্ষার্থী খুশি মনে উত্তর দেয়, “অত্যন্ত সুস্বাদু। কেবল এক ছড়া আঙ্গুরই আমার পেট ভরে যাওয়ার জন্য যথেষ্ট”।

    এই শহরের আঙ্গুর বাগানগুলো অক্টোবর মাসের গোড়ার দিক পর্যন্ত খোলা থাকবে।

    উড়ন্ত গাড়ীর পরীক্ষামূলক উড্ডয়ন প্রদর্শন করেছে জাপানের একটি কোম্পানি

    জাপানের একটি উদ্যোক্তা কোম্পানি, সাংবাদিকদের জন্য মানবচালিত একটি তথাকথিত “উড়ন্ত গাড়ীর” পরীক্ষামূলক উড্ডয়ন প্রদর্শন করেছে। গাড়িটি অনেকটা ড্রোনের মতই পাখা ব্যবহার করে।

    গত ডিসেম্বর মাস থেকেই টোকিও ভিত্তিক কোম্পানি “স্কাইড্রাইভ” আইচি জেলার টয়োটা শহরে নিজেদের উড়ন্ত গাড়ির পরীক্ষামূলক উড্ডয়ন চালিয়ে এসেছে। টয়োটা মোটরের সাবেক কর্মী এবং অন্যান্যরা মিলে এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেছেন।

    গণমাধ্যমের জন্য আয়োজিত ঐ প্রদর্শনীতে গাড়িতে ওঠা একজন পাইলট একটি নিয়ন্ত্রণ দণ্ড দিয়ে সেটিকে পরিচালনা করেন। গাড়িটি প্রায় চার মিটার লম্বা এবং দুই মিটার উঁচু।

    চার জোড়া পাখা চালু হওয়ার পর এটি ভূমি থেকে প্রায় দুই মিটার উপরে উঠে। ঘণ্টায় চার কিলোমিটার গতিতে গাড়িটি পরীক্ষামূলক উড্ডয়নের ঐ স্থানে চক্কর দেয়।

    স্কাইড্রাইভের কর্মকর্তারা বলছেন, তাদের কোম্পানিই সর্বপ্রথম জাপানে এই ধরণের মানবচালিত উড়ন্ত গাড়ি পরীক্ষামূলকভাবে পরিচালনা করেছে। যানজট কমিয়ে আনার পাশাপাশি স্থানীয় ভ্রমণ আরও কার্যকর করার প্রত্যাশা নিয়ে বিশ্বব্যাপী লোকজন উড়ন্ত গাড়ীর উন্নয়নের জন্য অধীরভাবে অপেক্ষা করছেন।

    উল্লেখ্য, ২০২৩ অর্থবছরে ওসাকা’সহ অন্যান্য এলাকায় একটি ট্যাক্সি ব্যবসা চালুর পরিকল্পনা করছে স্কাইড্রাইভ। আর ২০২৮ সাল থেকে একটি স্ব-চালিত উড়ন্ত গাড়ি সেবা চালুর প্রত্যাশা করছে কোম্পানিটি।

    জাপানের প্রধানমন্ত্রী আবে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের ইচ্ছার কথা ঘোষণা করেছেন

    জাপানের প্রধানমন্ত্রী আবে শিনযো বৃহদান্ত্রের প্রদাহজনিত রোগ পুনরায় দেখা দেয়ার জন্য তার পদত্যাগের ইচ্ছার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন।

    শুক্রবার এক সংবাদ সম্মেলনে আবে বলেন, জুন মাসের এক নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় আলসারেটিভ কোলাইটিস আবার বেড়ে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে।

    আবে এও বলেন, তিনি যে ওষুধটি খেতেন সেটি ছাড়াও আরও একটি নতুন ওষুধ তাকে খেতে দেয়া হয়েছে। তিনি আরও বলেন, সোমবারের আরও কিছু পরীক্ষায় দেখা যাচ্ছে, নতুন ওষুধ কাজ করছিল, তবে এই ওষুধ অব্যাহতভাবে খেয়ে যেতে হবে এবং ফলাফল অস্পষ্ট।

    আবে বলেন, রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফলাফল অর্জন করা। তিনি বলেন, অসুস্থতা, চিকিৎসা এবং শারীরিক শক্তির অভাবের কারণে তার কখনই রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে না।

    তিনি এও বলেন, এখন যখন তিনি আর আস্থার সাথে জনগণের প্রদত্ত ক্ষমতার প্রত্যুত্তর দিতে পারবেন না, তখন তার এই পদে আসীন থাকা উচিত হবে না।

    আবে আরও বলেন, করোনাভাইরাসের মহামারীর মাঝে ঠিক কখন তার বিদায়ের ঘোষণা তিনি দেবেন তা নিয়ে অত্যন্ত দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। তবে তিনি বলেন, সংক্রমণ কমে আসার সাম্প্রতিক ধারার কারণে তিনি এই সময়কে বেছে নেন।

    আবে বলেন, বৈশ্বিক মহামারীর মাঝে এবং অসংখ্য নীতিমালা বাস্তবায়নের আগে পদত্যাগের জন্য তিনি জনগণের কাছে হৃদয়ের অন্তঃস্থল থেকে ক্ষমা প্রার্থনা করছেন। তিনি উত্তর কোরিয়া কর্তৃক জাপানি নাগরিকদের অপহরণের বিষয়টি সমাধানে ব্যর্থতার জন্য গভীর দুঃখ প্রকাশ করেন।

    তিনি এও বলেন, রাশিয়ার সাথে একটি শান্তি চুক্তি সম্পাদনের তার ইচ্ছা এবং জাপানের সংবিধান সংশোধনের বিষয়টি মাঝপথে ছেড়ে যেতে তার হৃদয় ভেঙ্গে যাচ্ছে।

    আবে আভাস দেন, নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি তার দায়িত্ব পালন করা অব্যাহত রাখবেন।

     

    জুলাই মাসে জাপানে রেস্তোরাঁয় বিক্রি আবারও কমে গেছে

    করোনাভাইরাস বাইরে খাওয়া-দাওয়া করা থেকে লোকজনকে নিরুৎসাহিত করায় জাপানের প্রধান রেস্তোরাঁ চেইনগুলোতে জুলাই মাসে বিক্রি হ্রাস পাওয়া অব্যাহত ছিল।

    জাপানের খাদ্য সেবা সমিতি বলছে আয় এক বছর আগের চাইতে ১৫ শতাংশ হ্রাস পায়। এটা ছিল পরপর পঞ্চম মাসের মত বিক্রি হ্রাস পাওয়া। তবে পতনের হার দুই অঙ্কের সংখ্যায় বিরাজমান থাকলেও তা ছিল পূর্ববর্তী মাসের চাইতে কম।

    ফাস্ট ফুড রেস্তোরাঁর বেলায় অবশ্য মাত্র ৩.৬ শতাংশ পতন নিয়ে ফলাফল ততটা খারাপ ছিল না। ঘরে নিয়ে যাওয়ার টেক আউট বিক্রি এবং হোম ডেলিভারির বিক্রি বেড়ে যাওয়ার কারণে এটা হয়েছে। তবে পরিবারের সাথে মিলে ফ্যামিলি স্টাইলে খাওয়া-দাওয়া করার রেস্তোরাঁ ও পানশালার বেলায় ফলাফল ছিল অনেক খারাপ।

    খাদ্য সেবা সমিতি বলছে মহামারীর কারণে রেস্তোরাঁ শিল্প মারাত্মক অবস্থায় রয়েছে। এবছরের দীর্ঘ বর্ষাকালও কোনরকম সাহায্যে আসেনি।

    মসজিদ হামলা: প্যারোলহীন আজীবন কারাদণ্ড পেলেন ট্যারেন্ট

    ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যার দায়ে অভিযুক্ত অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন ট্যারেন্টকে প্যারোলহীন আজীবন কারাদণ্ড দিয়েছেন নিউজিল্যান্ডের একটি আদালত। বৃহস্পতিবার এই রায় দেওয়া হয়।

    এর আগে অস্ট্রেলিয়ান নাগরিক ট্যারান্ট দুটি মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যার দায় স্বীকার করে নিয়েছেন। এছাড়া আরো ৪০ জনকে হত্যার চেষ্টা এবং সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট থাকার দায়ে তার বিরুদ্ধে আরো দুটি মামলা করা হয়েছিলো। সবগুলো মামলাতেই দোষী সাব্যস্ত হয়েছেন ট্যারান্ট।

    রায়ের সময় বিচারক ট্যারান্টের হামলাকে ‘অমানবিক’ বলে আখ্যায়িত করেন।

    রায় ঘোষণার সময় বিচারক ক্যামেরুন ম্যান্ডার বলেন, আপনার অপরাধগুলো এতটাই খারাপ যে আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত আটকে রাখা হলেও করা হলেও এর সাজা পরিপূর্ণ হবে না।

    এদিকে ট্যারেন্ট তার আইনজীবীর মাধ্যমে আদালতে জানিয়েছেন যে প্যারোলহীন আজীবন কারাদণ্ডের বিষয়ে তার কোনো আপত্তি নেই। এর আগে ট্যারান্ট আদালতকে জানিয়েছিল যে রায়ের সময় কোনো বক্তব্য সে রাখবে না।

    করোনার ভ্যাকসিনের ট্রায়াল শুরু করতে যাচ্ছে ক্যামব্রিজ

    প্রাণঘাতী করোনা ভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের ট্রায়াল শুরু করতে যাচ্ছে যুক্তরাজ্যের ক্যামব্রিজ ইউনিভার্সিটি। ব্রিটিশ সরকার থেকে প্রায় ২৫ লাখ ডলার ফান্ড পাওয়ার পর ক্যামব্রিজ ইউনিভার্সিটি এই ট্রায়ালের কথা জানালো।

    জানা গেছে, হেমন্তেই ডিআইওএস-কোভ্যাক্স ২ নামের ভ্যাকসিনটির ট্রায়াল শুরু করবে ক্যামব্রিজ ইউনিভার্সিটি। আর এই ভ্যাকসিনটি সকল ধরণের করোনা ভাইরাসের জেনেটিক সিকোয়েন্স ব্যবহার করে তৈরি করা হচ্ছে। এতে মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতার তৈরি হবে এবং পার্শ্ব প্রতিক্রিয়ায় ঝুঁকিও হ্রাস পাবে।

    ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি অব ভাইরাল জুয়োনোটিকস বিভাগের প্রধান জোনাথস হিনে বলেন, আমরা ভাইরাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এর সুরক্ষা আবরণের ফাটল খুঁজছি, যেন এটি ব্যবহার করে রোগ প্রতিরোধ ব্যবস্থাটিকে সঠিক পথে পরিচালন করতে পারি।

    বিশ্বে ইতোমধ্যে ৩০ ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল চলছে।

     

    সর্বোচ্চ সময়ের জন্য পদে থাকার রেকর্ড গড়েছেন জাপানের প্রধানমন্ত্রী

    সোমবার জাপানের প্রধানমন্ত্রী আবে শিনযো’র চলমান মেয়াদ ২ হাজার ৭শ ৯৯ দিন ছুঁয়েছে, যার মাধ্যমে তিনি ধারাবাহিকভাবে সর্বোচ্চ সময়ের জন্য দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ব্যক্তিতে পরিণত হলেন।

    এর পূর্বের রেকর্ডটি ছিল মোট ২ হাজার ৭শ ৯৮দিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা পরলোকগত সাতো এইসাকু’র।

    এটি আবের ছোঁয়া আরেকটি মাইলফলক। ২০০৬ সালে ১ বছরের জন্য তার গঠন করা মন্ত্রিপরিষদের হিসাব বিবেচনায় তিনি গত বছরই জাপানের সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রীতে পরিণত হন। সোমবার আবের উভয় মেয়াদ মিলিয়ে পদে থাকার সময় হয়েছে মোট ৩ হাজার ১শ ৬৫ দিন।

    আবে ২০১২ সালের ডিসেম্বর মাসে আবারও দেশের শীর্ষ পদটিতে ফিরে আসেন এবং নিম্ন কক্ষের একটি নির্বাচনের পর দ্বিতীয়বারের মত মন্ত্রিসভা গঠন করেন।

    আবে জাপানের অর্থনীতির পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিয়ে মুদ্রাস্ফীতির হ্রাস এড়ানোর লক্ষ্যে ধারাবাহিক কিছু নীতি প্রণয়ন করেন, যা আবেনোমিক্স নামে পরিচিতি লাভ করে।

    তিনি দায়িত্ব নেয়ার পর নিক্কেই শেয়ারের গড় পুনরুদ্ধার হয়ে ২০ হাজার পয়েন্ট পর্যায়ের উপরে উঠে যায়।

    এছাড়া, চাকরির আবেদনকারীদের কাছে কাজের প্রস্তাবের অনুপাতেরও উন্নতি ঘটে।

    তবে, এরপর করোনাভাইরাস বৈশ্বিক মহামারীর প্রভাবে জাপানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়ে চলেছে। ব্যক্তিগত ভোগ্যপণ্য ব্যয় কমে যাওয়ায়, গত এপ্রিল-জুন ত্রৈমাসিকে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে সংকুচিত হয়।

    ২০২১ সালের সেপ্টেম্বর মাসে জাপানের প্রধান ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি হিসেবে আবের মেয়াদ উত্তীর্ণ হবে।

    করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণ চালিয়ে যাওয়াকালীন অর্থনীতির পুনর্গঠনের পাশাপাশি নতুন সূচি অনুযায়ী আগামী বছর টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিক আয়োজন হবে তার ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম।

    এদিকে, আবের স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে গুজব ছড়িয়েছে, যেটি তার জন্য একটি ব্যক্তিগত চ্যলেঞ্জ হিসেবেও দেখা হচ্ছে।

    আগামী বছরের অক্টোবরে সদস্যদের মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে তিনি সংসদের নিম্নকক্ষ বিলুপ্ত করবেন কিনা সেদিকেই এখন সবার মনোযোগ নিবদ্ধ আছে।

    বিশ্ব জুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৮ লক্ষ অতিক্রম করেছে

    যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় বলছে, শনিবার ইউটিসি সময় সন্ধ্যা ৬টা নাগাদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ছিল ৮ লক্ষ ৯শ ৩৭ জন।

    যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ মৃতের সংখ্যা ১ লক্ষ ৭৫ হাজার ৮শ ১৭ জন। এরপর যথাক্রমে ১ লক্ষ ১৩ হাজার ৩শ ৫৮টি মৃত্যু নিয়ে ব্রাজিল, ৫৯ হাজার ৬শ ১০টি মৃত্যু নিয়ে মেক্সিকো, ৫৫ হাজার ৭শ ৯৪টি মৃত্যু নিয়ে ভারত এবং ৪১ হাজার ৫শ ৯টি মৃত্যু নিয়ে বৃটেনের অবস্থান।

    যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারতে মৃত্যুর ঘটনা কোন কোন সময় দৈনিক ১ হাজারও ছাড়িয়ে গেছে।

    করোনা ভাইরাস চিরকাল থাকবে: ব্রিটিশ বিজ্ঞানীর সতর্কবার্তা

    প্রাণঘাতী করোনা ভাইরাস কোনো না কোনো রূপে চিরকালই থাকবে বলে সতর্ক করে দিয়েছেন যুক্তরাজ্য সরকারের একজন শীর্ষ বৈজ্ঞানিক উপদেষ্টা।

    স্যার মার্ক ওয়ালপোর্ট নামের ব্রিটিশ সরকারের ওই শীর্ষ বৈজ্ঞানিক উপদেষ্টা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রেডিওকে জানান, করোনা থেকে রক্ষা পেতে মানুষকে নিয়মিত বিরতিতে ভ্যাকসিন নিতে হবে। গুটি বসন্ত যেমন টিকার মাধ্যমে চিরতে নির্মূল করা সম্ভব হয়েছিলো করোনার ক্ষেত্রে তেমনটি হবে না বলে মনে করেন তিনি।

    সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস বলেছেন দুই বছরের মধ্যেই শেষ হবে করোনা মহামারির। তার এমন মন্তব্যের পরই স্যার মার্ক ওয়ালপোর্ট করোনা নিয়ে এমন শঙ্কা প্রকাশ করলেন।

    ইউরোপে করোনার সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে আসলেও সম্প্রতি বিভিন্ন দেশে আবারো এর প্রকোপ বেড়েছে। স্যার মার্ক সতর্ক করে বলেন, ঘনবসতি এবং ভ্রমণ করলেই ছড়াতে পারে এই ভাইরাস। করোনা ভাইরাস আবারো নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে । তাই সাধারণ লকডাউনের চিন্তার পরিবর্তে বিকল্প উপায় বের করার পরামর্শ দেন এই বিজ্ঞানী।